বিএনপি জোটের নৈ*রাজ্যের বিরুদ্ধে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগের বিক্ষো*ভ মিছিল ও সমাবেশ

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
পটিয়া,কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ছাত্র লীগ এর যৌন উদ্যোগে ৪টা নভেম্বর বিকাল চার টায় স্হানীয় কালারপোল বাদাম তল চত্বরে কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ হানিফের যৌথ সঞ্চালনায় সারাদেশে বিএনপি জামায়াত জোট এর অগ্নীসন্ত্রাস ও নৈরাজ্যের পতিবাদে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সাইফুর রহমান শুক্কুর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বেলাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, শ্রমিকলীগ নেতা জানে আলম, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ মনির উদ্দিন, যুবলীগ নেতা আলী আহমেদ সাগর, হোসেন মানিক, ওসমান গনি,মোহাম্মদ জুয়েল, ছাত্রনেতা মোঃ রায়হান ইসলাম, মোঃ শুভ, মোহাম্মদ শাহেদ, মো আরিফ, নিভ্রত দাশ, বাপ্পু,ইমন, সাকিব,শহীদুল, রায়হান,রিয়াজ, মোফাচ্ছেল, রাহুল, আশরাফ, আলভি, আরিফ, রাকিব, সোহান প্রমুখ। সভা শেষে শেখ হাসিনার উন্নয়ন এর প্রচারণা করে এক বিক্ষোভ মিছিল কালারপোল বাদাম তল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালার পোল ব্রীজ চত্তরে শেষ হয়। সভায় বক্তাগন বলেন
হরতাল অবরোধ ও অগ্নি সংযোগের মাধ্যমে যারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে রাজপথে প্রতিহত করতে যুবলীগ ছাত্রলীগ প্রস্তুত আছে। নেতৃবৃন্দ জনগনের জানমাল নিরাপত্তায় রাজপথে থেকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *