খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে: চেয়রাম্যান আবু সাঈদ বাদল

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তরুণ জনবান্ধব রাজনীতিবিধ আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বাদল বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’

শুক্রবার (৩ রা নভেম্বর) বিকালে খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বেগুনবাড়ী প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আবু সাঈদ বাদল বলেন, খাগডহর ইউনিয়নের প্রতিটি যুবককে খেলাধুলায় আগ্রহী করে তাদের দক্ষ খেলোয়াড় হিসাবে তৈরী করে তুলতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উদ্যোগ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেওয়া হবে। আমি চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গেছে সেগুলোর পুনর্জন্ম হোক এবং খাগডহর ইউনিয়ন খেলাধুলায় এগিয়ে যাক।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা যাতে খেলতে গিয়ে পড়ে আহত না হয় সে জন্য ইউনিয়নের প্রতিটি মাঠে নতুন করে সংস্কার করা হবে। বৃদ্ধ নারী-পুরুষ যাতে মাঠে হাঁটতে পারে সেই ব্যবস্থাও করা হবে।

খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্যদের পরামর্শ ও সহযোগিতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল টিম প্রস্তুত করা হবে বলেও জানান ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বাদল। তিনি খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *