সুন্দরগঞ্জে জেলহ*ত্যা দিবস পালন

মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব নগর সরকারের রূপকার ও জাতীয় চার নেতার মুৃরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কাল পতাকা উত্তোলন, শোক র‌্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, গোলাম কবির মুকুল, , সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান শাকিল, তথ্য সম্পাদক খালেদ রেজা বাবুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুজ্জামান প্রামানিক তুহিন, সাধারণ সম্পাদক জামিউল আনছারী লিংকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল প্রমূখ। আলোচনা শেষে জাতীয় চার নেতার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের খতিব সৈয়দ মাহমুদ হাসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *