January 3, 2025, 1:57 am
হেলাল শেখঃ
ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয়, তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয় এক ভালোবাসার স্মৃতির কথা।
ভালোবাসাকে ভালোবাসি-তাই অভিনয়ে বেশি চাই না বাস্তবে আমাকে কম দাও। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তবে কেন মিথ্যাচার করো।
মাদকাসক্ত নেশাখোর পাগলের পাগলামি করতে দেয়া যাবে না, যে জবর যা, তে জবর তা-অপরাধ করলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে।
কবিতা গল্প তুমি, আকাশের চন্দ্র নয় সাত রঙের ছোঁয়া তুমি, তোমার রঙে সবাই রঙিন হবে তোমার অভিনয়ে অনেকে বিশ্বাসী, আমি বাস্তবতাকে বিশ্বাস করি, তোমার মিথ্যাচারকে নয়।
ভালোবাসাকে ভালোবাসি-বিনিময়ে চাই শুধু তোমার মুখের হাসি। মানুষের জীবন যৌবন ও আত্মার চাহিদা আছে তবে মানুষের আত্মা তৈরী থাকেনা তা সৃষ্টি করে নিতে হয়।
মানুষের জীবন মানে যুদ্ধ, জীবন মানে খেলা, এই জীবন নিয়ে করছো অহংকার, একদিন সবকিছু ধ্বংস হবে, আমরা হবো স্মৃতি।