সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ডেঙ্গু প্রতিরোধ ও বিস্তার রোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ পৌরসভার বিভিন্ন ড্রেন ও ভবনের পাশে মশা মারার ওষধ স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান,আঙ্গিনা, ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। এর আগে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার নেতৃত্বে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক র‌্যালি বের হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *