স্বরূপকাঠিতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা দায়ের

আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠির পাটিকেলবাড়ি গ্রামের সোহেল মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ফাতেমা বেগমসহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফাতেমা বেগম (৪০) ও আলতাফ হোসেন গাজীকে (৫৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ওই গ্রামের আল আমিনের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আলতাফ গাজীর ছেলে রাকিব হাসান বাদী হয়ে সোহেল মোল্লা ও তার ভাই মেহেদী মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারে মারধরসহ শ্লীলতাহানীর অভিযোগ করা হয়েছে। বিবরনে জানাগেছে ওই এলাকার আলোচিত সন্ত্রাসী সোহেল মোল্লা ও তার ভাই মেহেদী মোল্লা দোকানদার আলআমিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয় । এসময় সেখানে উপস্থিত বাদী রাকিব হাসানকে পূর্ব বিরোধের জের ধরে গজাল লোহা দিয়ে পিটুনি দেয়। সন্ত্রাসীদের হাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন আলতাফ গাজী ও তার ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম। লোহার পাতের আঘাতে তারা গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো.গোলাম ছরোয়ার জানান, ওই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য উপ পরিদর্শক মো, কে,এম, মজিবর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *