দুই বিশিষ্ট সাংবাদিকের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হেলাল শেখ,
ঢাকায় সাভারের আশুলিয়ায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল এর বাবা মরহুম মীর আনাব আলী এবং দক্ষিণ বঙ্গ কল্যাণ ফাউন্ডেশন মহা-সচিব কে.এম মোহাম্মদ হোসেন রিজভী এর বাবা মরহুম আব্দুল মোতালেব মাস্টার-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১নভেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়ার বেরন মানিকগঞ্জ পাড়া এলাকার তাহ্ফিজুল কুরআন ওয়াসসুল্লাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাফিলের আয়োজন করেন আব্দুল মোতালের মেমোরিয়াল স্মৃতি সংসদের চেয়ারম্যান কে,এম মোহাম্মদ হোসেন রিজভী।

এসময় প্রধান অতিথি আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে এ দোয়া পরিচালনা করেন মসজিদে কুবা মসজিদের খতিব ও তাহ্ফিজুল কুরআন ওয়াসসুল্লাহ মাদ্রাসার
হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মাদ সাদেক হোসাইন।

উক্ত দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠানে শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ, মাদ্রাসা ভবন মালিক আব্দুস সালাম মোল্লা, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার শামীম আহম্মেদ, এবিসি ওয়াইল্ড নিউজ টোয়েন্টিফোর ডটকমের ও দৈনিক সংবাদ দিগন্তের রিপোর্টার মো. রিপন মিয়া,এশিয়ান টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট ও বিডি২৪ লাইভ ডটকমের সাভার প্রতিনিধি মো. শাকিল শেখ, বিএস ডব্লিউ এফ টিভির ভিডিও জার্নালিস্ট মো. মোশাররফ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *