স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি-র ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে গোপালগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের এ কর্মসুচির আয়োজন করে।
আজ বুধবার (০১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়ার শেখ ফজিলাতুনন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের বরা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা) ও সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি বক্তব্য রাখেন। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুদ রানা, যুবলীগ নেতা শেখ সেতু, গোবরা নাহিদুল হক, শেখ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। #
Leave a Reply