উজিরপুরে জনসম্মুখে লা*ঞ্ছিত এক শিক্ষক

জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ
উজিরপুরে জনসম্মুখে এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: রবিউল তালুকদার। গত ৩০ অক্টোবার সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি শেষে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইউসুফ আলী হাওলাদার অন্য শিক্ষদের সাথে বাড়িতে ফেরার পথে বিদ্যালয়ের গেট সংলগ্ন মন্টু মিয়ার চায়ের দোকানের পাশে সড়কের মধ্যে প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করেন রামেরকাঠী গ্রামের ছত্তার তালুকদারের পুত্র উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রবিউল তালুকদার (৪০)। এ ঘটনায় শিক্ষক ইউসুফ হাওলাদার বাদী হয়ে নিজের জীবনের নিরাপত্তায় চেয়ে অভিযুক্ত রবিউল তালুকদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। শিক্ষক ইউসুফ আলী হাওলাদার অভিযোগ করেন, রবিউলের বাবা ছত্তার ভালুকদার ইতিপূর্বে ওই (রামেরকাঠী) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বাবার স্থলে সুখেন্দু শেখর বৈদ্য ম্যানেজিং কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করছেন সে কারনে রবিউল নানা সময় বিদ্যলয় নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন গত ১৯ অক্টোবর বিদ্যালয়ের সামগ্রীক বিষয় নিয়ে স্থানীয় জনসাধারন ও অভিবাভকদের সাথে মত বিনেময় সভা ডাকা হলে ওই সভায় তাকে (রবিউল) কে যথাযথ সম্মান না করার অভিযোগ তুলে শিক্ষক ইউসুফ হাওলাদারকে লাঞ্ছিত করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি সুখেন্দু শেখর বলেন রবিউল তালুকদার ও তার বাহিনী বিদ্যালয় নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছেন এবার সে শিক্ষকদের লাঞ্ছিত করেছেন।

অভিযুক্ত সেচ্ছাসেবক লীগ নেতা রবিউল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই শিক্ষককে আমি চাকুরি দিয়েছি সে এখন জামাতের প্রচার করে সে কারনে আমি কালকে তাকে আমি জিজ্ঞাসা করেছি, আমি রামেরকাঠী ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি তাকে আমি জিজ্ঞাসা করলে সমস্যা কোথায় ? উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর আহম্মেদ বলেন রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক একটি জিডি করেছেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *