দোয়ারার চকবাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শামীম আহমদ চৌধুরী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে স্থানীয় চকবাজারে লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে

ও মকসুদুল আলম মানিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শামিম আহমদ চৌধুরী। এসময় তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে ঢাকায় গেলে মনে হয় উন্নত বিশ্বের সাথে তালমিলে চলছে বাংলাদেশ। ওভারব্রীজ, ফ্লাই ওভার, কর্ণফুলি টানেল সহ নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। ছাতক দোয়ারাবাজারের উন্নয়ন বাধার একটিই কারণ সঠিক নেতৃত্ব। আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোটদিন। এসময় আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক ও লক্ষিপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম (জহির) দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান

সাইফুল ইসলাম, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *