সাংবাদিক হয়*রানির অভিযোগে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি।।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানি ও বর্বরোচিত হামলা করে আহত করা হচ্ছে। হামলারকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা।

৩০ অক্টোবর সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে এই দাবি জানানো হয়। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।বক্তারা বলেন,২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের উপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *