এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো.নওশের আলী মন্টু। বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের স ালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সহ সভাপতি আফজাল হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন,খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুজ্জামান, জাহানারা কা ন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার সভাপতি হিসেবে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তাদেরকে নির্বাচিত করায় সকল শিক্ষককে ধন্যবাদ জানান এবং তাঁরা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সততা,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Leave a Reply