আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ওলি খান ও সেলিম হাওলাদার

বি এম মনির হোসেনঃ-

২৭শে অক্টোবর শুক্রবার সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি,বটতলা নামক স্হানে বাই সাইকেল ও ইজিবাইক চালানো অবস্থায় দূর্ঘটনা হয়। ইজিবাইক টি আগৈলঝাড়া থেকে মোহন কাঠি যাওয়ার পথে বটতলা শাখা রোড দিয়ে হঠাৎ করে আগৈলঝাড়া টু মোহনকাঠি সড়কে বাই সাইকেলটি চলে আসে তার পর ইজিবাইকের সামনে এসে পড়ে বাইসাইকেল চালক মোঃ ওলি খান (১২)পিতা মোঃ জাহাঙ্গীর খান। বাই সাইকেলের চালক ওহি খান ঘটনাস্থলে গুরুত্বরো আহত হন এবং ইজি বাইক চালক অমূত মধু (৩৫) ও স্থানীয় লোকজন ওহিকে গৈলা সরকারী হাসপাতালে নিয়ে যায় কর্মরত ডাক্তার ওহিকে মৃত বলে ঘোষনা করেন। এ বাপারে থানায় একটি মামলা দায়ের করেন ওহির মা। ইজিবাইক চালক ও ইজি বাইকটি থানায় হস্তারন্ত করা হয়। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর নামক স্থানে ২৬মে অক্টোবর(বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ সেলিম হাওলাদার(৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহাতের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামে। নিহতের বাবার নাম আব্দুর রহমান হাওলাদার।নিহতের পরিবার ও রাজৈর থানা হাইওয়ে পুলিশের সূত্র থেকে জানা যায় রাত আনুমানিক ১১:৩০মিনিটে দিকে টাঙ্গাইল থেকে বরিশাল আসার পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন গিয়ে নিহতের লাশ গ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *