রিপন ওঝা, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় জেলা পরিষদ কর্তৃক সকল উপজেলা হতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৩৭জন প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি কর্তৃক ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় অফিসার্স ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখার সভাপতি মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নিলোৎপল খীসা,সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এডভোকেট আশুতোষ চাকমা, ক্যাজরী মারমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন, শিক্ষক স্বপন চৌধুরী।
এই সময় নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply