পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির পাইকগাছার সোলাদানা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। মানস কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। সভায় পল্লী চিকিৎসক নিত্যানন্দ মন্ডল কে সভাপতি ও ইয়াছিন আলী কে সাধারণ সম্পাদক করে আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সোলাদানা ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি নিপুণ কুমার রায়, খাদিজা বেগম ও কবিন্দ্র নাথ সানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ অজিত কুমার মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র সরকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রেমা রায় ও দপ্তর সম্পাদক দেবতোষ কুমার ঢালী।
ইমদাদুল হক,
পাইকগাছা (খুলনা) ।
Leave a Reply