কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কৃষক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। নিহতের প্রতিবেশি আবুল বাশার জানান, আব্দুর রহিম খুবই দরিদ্র। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন। পাশাপাশি পরের দেওয়া সামান্য কিছু জমিতে কৃষি চাষ করতেন। সম্প্রতি তার বাড়ি থেকে আয়ের একমাত্র পথ ভ্যানটি চুরি হয়ে যায়। বুধবার তিনি মাঠে ধানের জমিতে কিটনাশক স্প্রে করতে যান। এসময় তিনি মাঠের একটি মটর থেকে পানি নিতে গিয়ে তড়িতাহত হয়ে মারা যান। খবর পেয়ে ওই মাঠে কাজ করা ব্যক্তিরা আব্দুর রহিমের মৃতদহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান খবরের সত্যতা স্বীকারে করেন।

ঝিনাইদহ
আতিকুর রহমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *