রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সনাতন ধর্মালম্বীদের অন্যতম পবিত্র ধর্মানুষ্ঠান শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সদরে আজ ২৩ অক্টোবর ২০২৩ সোমবার অবস্থিত শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়িতে শ্রী জগন্নাথ মন্দিরে স্বস্ত্রীকসহ জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া(পিএসসি) আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ডপে মন্ডপে পরিদর্শনে যান।
তিনি এসময়ে বক্তব্যে বলেন, মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত সনাতন ধর্মের ও সকল মানুষ শান্তিপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সকল ধর্মের মধ্যে মানুষের প্রয়োজনে ধর্মীয় বিশ্বাসের অনুশাসন, সনাতনীদের বিশ্বাসমতে দূর্গার আর্দশের ধর্মীয় বাণী প্রতিটি মানুষের কল্যাণে নিয়োজিত থেকে মানবতাবাদী হওয়ার দৃঢ় আহ্বান ও উপস্থিত সকল বয়সের স্তরবিশেষে আন্তরিক শুভেচ্ছা ও শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতির অভিনন্দন জানান।
আজ দিনের প্রারম্ভে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় মাঙ্গলিক পূজা অর্চনা ও ধর্মীয় আচার আচরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহালছড়িতে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি বাজার সভাপতি সুনীল দাশ, পূজা উদযাপন পরিষদ-২০২৩ এর সভাপতি রনজিত দাশ ও সাধারণ সম্পাদক অন্তু শীলসহ আয়োজক কমিটি ও ধর্মপ্রাণ সনাতনীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply