পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাইকগাছায় ১৫৫ টিপূজা মন্দিরে দূর্গা পূজা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ঐতিহ্যবাহী বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দিরে মহা অষ্টমী পূজাতে গীতা পাঠ, শিশুদের নৃত্য ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিষয়ে দূর্গা পূজার উপর আলোচনা করেন শ্রী চৈতন্য ভাবনাম্মৃত সঙ্গের মহিলা সম্পাদিকা শ্রীমতি ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী।অনুষ্টানে সভাপতিত্ব করেন, ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ। সাধারণ সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর পরিচালনায উপস্থিত ছিলেন, এ্যাড. নিহিত কান্তি ঘোষ, গোবিন্দ লাল রায়, নারায়ন চন্দ্র ঘোষ, নিমাই রায়, অধ্যাপক পিযুষ ঘোষ, পলাশ রায়, সজ্ঞয় ঘোষ, পলাশ ঘোষ, উজ্জ্বল ভদ্র, তন্ময় রায়সহ বিপুল সংক্ষক ভক্তবৃন্দ। নবমীতে সকালে বৃষ্টিতে অনেক মন্দিরে মাঠে জল জমে চলাচলে অসুবিধা হয়েছে। মঙ্গলবার দশমী পূজার মধ্য দিয়ে দূর্গা পূজা শেষ হবে। উপজেলার ঐতিহ্যবাহী বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমা শৈল্পিকতা, নান্দনিকতা, নিরাপত্তায়, জনসমাগম ও আলোকসজ্জায় আকর্ষনীয় মনোরম পরিবেশ বিরাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *