সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপে এমপি পদপ্রার্থী সবুজের আর্থিক অনুদান প্রদান

এম এ আলিম রিপন,সুজানগর ঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে পাবনার সুজানগর পৌরসভার ১৩টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ পৌরসভার ১৩টি পূজা মন্ডপ পরিদর্শন ও তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাশু, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যেকেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। আমাদের সংবিধানেও সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জাতি-বর্ণ-ধর্ম-গোষ্ঠি নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশে সুশাসন ও উন্নয়ন বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *