ডিবির অভিযানে ১২গাঁজা সহ মাদক কারবারি জুয়েল আটক

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
শনিবার (২১শে সেপ্টেম্বর)২০২৩ইং সন্ধায়
লালমনিরহাট টু মোস্তফি গামী পাকা রাস্তা উপর থেকে ১২ কেজি গাঁজা সহ একজন মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলো, লালমনিরহাট জেলার সদর থানার পৌরসভা ওয়ারড নং-০১,গ্রাম বানাভাসা মোড়রের জোবাইদুল ইসলাম,ছেলে জুয়েল রানা (২৭), গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই নিজাম-উদ-দৌলা,এএসআই আঃ বারী,মোঃ রাশেদ মিয়া,মোঃ রেজাউল করিম, নাজমুল হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানাধীন গোকুন্ডা ইউপির অন্তর্গত তালুক মৃত্তিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে থেকে লালমনিরহাট টু মোস্তফি গামী পাকা রাস্তার উপরে প্রাইভেট কারের ব্যাকডালার ভিতর থেকে ০৪ পোটলায় মোট ১২কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ এক জন কে আটক করেন। লালমনিরহাট সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে লালমনিরহাট টু মোস্তফি গামী পাকা রাস্তার উপরে হতে ১২কেজি গাঁজাসহ তাকে আটক করেন।

হাসমত উল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *