বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি দুর্গাপূজার একযোগে শুভ উদ্বোধন

এস এম সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মানসা কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বেলে দেবীকে আমন্ত্রণ জানিয়ে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সর্বজনীন দুর্গাপূজার মহাষষ্ঠীর এই শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি। বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বাবলু কুমার আশ। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *