September 15, 2025, 7:30 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
যুব সমাজকে মা-দক থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ অ-নুষ্ঠিত পাবনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে আজম আলী বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শো-ডাউন রাজশাহীর দুর্গাপুর, বাগমারার পর এবার গোদাগাড়ী খাদ্য গুদামে পচা চাল মিলছে গরি-বের ভাগ্যে বাবুগঞ্জে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অবস-রপ্রাপ্ত শিক্ষকদের সং-বর্ধনা অ-নুষ্ঠান র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে হ-ত্যা মাম-লার যা-বজ্জীবন সাজা-প্রাপ্ত পলা-তক আ-সামি গ্রে-ফতার অ-বৈধভাবে কাঠ পো-ড়ানো ব-ন্ধের দাবি এলাকাবাসীর পবিত্র মীলাদুন্নবী উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নড়াইলে আসন্ন শার-দীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আই-ন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অ-নুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামীর দরজা সবার জন্য খোলা- শামীম সাঈদী খুলনায় ডেঙ্গু প্র-তিরোধে টিডিপির প্র-শংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুই-জগেট খাল প-রিষ্কার
পূজার ডিউটিতে আনসার কমান্ডারদের ঘুষ বাণিজ্যের অভিযোগ আগৈলঝাড়ায়

পূজার ডিউটিতে আনসার কমান্ডারদের ঘুষ বাণিজ্যের অভিযোগ আগৈলঝাড়ায়

বি এম মনির হোসেনঃ-

শারদীয় দূর্গা পুজার মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্বর জন্য কর্তৃপক্ষের অফিসে নাম লেখাতে ৫শ টাকা করে গুনতে হয়েছে গ্রামের সহজ-সরল আনসার ভিডিপি সদস্যদের। নিরাপত্তার জন্য নাম তালিকাভুক্ত হওয়া আনসার সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উর্ধতন প্রশাসনের কাছে ডিউটির নামে ইউনিয়ন কমান্ডারদের ঘুষ বানিজ্যর সুষ্ঠ বিচার দাবি করেছেন। ওপেন সিক্রেট ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুজা মন্ডপের ডিউটি করতে নাম লেখানো আনসার সদস্যদের। শুক্রবার কর্র্তৃপক্ষের বন্টন করা পুজা মন্ডপে ডিউটি করতে যাবার সময়ে সাংবাদিকরে কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আনসার ভিডিপি সদস্যরা। নাম না প্রকাশের শর্তে কর্তব্যরত আনসার সদস্যরা জানান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম এর নাম করে পাঁচ ইউনিয়নের ১০ জন কমান্ডার পুজার ডিউটিতে তাদের নাম লেখানো এবং তাদের ইচ্ছানুযায়ি পুজা মন্ডপে ডিউটি দেয়ার কথা বলে ৫শ টাকা করে ঘুষ নিয়েছে। কোন কোন ভিডিপি সদস্যর কাছ থেকে ৫শ টাকার বেশী নেয়ারও অভিযোগ রয়েছে। কিন্তু অনেকেই তাদের চাহিদানুযায়ি ষে পর্যন্ত বাড়ির পাশের পুজা মন্ডপের তালিকায় ডিউটিতে নাম না থাকায় কমান্ডারদের ঘুষের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ঠ অফিস সূত্র মতে, উপজেলার পুজা মন্ডপগুলোতে নিরাপত্তার জন্য ১হাজার ১৮জন আসনার সদস্য নিয়োগ করা হয়েছে। এরমধ্যে পুরুষ সদস্য ৭০২জন, নারী সদস্য ৩১৬জনসহ পিসি ৩৫জন এবং এপিসি ১৫৮জন। সেই হিসেবে আনসার সদস্যদের কাছ থেকে কমপক্ষে ৫লাখ ৯হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছে ইউনিয়ন কমান্ডাররা। বাড়ির পাশের পুজা মন্ডপে আনসার সদস্যদের ডিউটি দিলে রাতে তারা ডিউটি না করে বাড়ি গিয়ে ঘুমায়; তৃণমুল থেকে এমন অভিযোগে উপজেলা প্রশাসনের সাথে ১৬ অক্টোবর মতবিনিময় সভায় স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশে আনসার সদস্যদের নিজের বাড়ির কাছের পুজা মন্ডপে ডিউটি না দিয়ে অন্যত্র ডিউটি দেয়ার সিদ্ধান্ত হয়। ওই সভায় মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরও নির্দেশনা প্রদান করেছিলে যে, পুজার দিনসহ আগে ও পরে আরও তিন দিন করে আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবেন। মন্ত্রীর সেই নির্দেশও উপেক্ষিত হয়েছে।নিজেদের সিসি নিয়ে শুক্রবার ষষ্ঠী পুজার দিন আনসার সদস্যরা ডিউটি করতে যাবার সময়ে কর্মকর্তাদের ঘুষ বানিজ্যর বিষয়টি উন্মুক্ত হয়। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উর্ধতন প্রশাসনের কাছে কর্মকর্তার ঘুষ বানিজ্যর বিচার দাবি করেছেন। এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম সাংবাদিকদের বলেন- পুজায় ডিউটি করতে তার নাম করে ইউনিয়ন কমান্ডাররা সদস্যদের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি শুনছেন তবে কিছু প্রতিকার করতে পারেন নি তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন- বিষয়টি তার জানা নেই তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD