মহালছড়িতেও মহাষষ্ঠী,দেবীর বোধনের দিনে শুভেচ্ছা

(রিপন ওঝা,মহালছড়ি)

সারাদেশের ন্যায় মহালছড়ি সদর শ্রী শ্রী দক্ষিনা কালী মন্দির ও ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ ২০অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, দেবীর বোধনের দিন। বোধনের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় বলে বিশ্বাস।

মহালয়ার ৫ম দিনের মধ্যে মহাপঞ্চমী পরের দিনেই আজ ২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ২০অক্টোব মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস, ৩ ঘটিকায় হতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ৫.৩০ঘটিকায় বস্ত্র বিতরণ করা হয়েছে এবং সন্ধ্যা ৬.৩০ঘটিকায় মঙ্গলপ্রদীপ প্রজ্জলিত হয়েছে।

প্রচলিত ধারণা অনুযায়ী এ দিনই স্বর্গ থেকে মর্ত‍্যে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তাঁর চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এদিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয়।

এ’বছর অবশ্য সারা বাংলাজুড়েই মহালয়ার পর থেকে বিপুল সংখ্যক মণ্ডপে জন জোয়ার। পুরাণ মতে দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রাম চন্দ্র। সেই থেকেই নাকি চলে আসছে ষষ্ঠীতে বোধনের রীতি।

সপ্তমী,অষ্টমী, নবমী শেষে বিজয়া দশমী ৬কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ২৪অক্টোবর মঙ্গলবার, সকাল ৯ঘটিকায় সনাতনী সমাজের সকল বয়সীদের সাড়ম্বরে একত্রিত হয়ে পুষ্পাঞ্জলিগ্রহণ সহ সকল মাঙ্গলিক কার্যক্রম সম্পন্ন করে সকল আয়োজনের প্রতিযোগীদের মাঝে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে পুরষ্কার বিতরণের কর্মসূচী রয়েছে। বিজয়া দশমীতে উপস্থিত সকলের মহামিলন ঘটিয়ে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিসর্জন যাত্রার প্রস্তুতি নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *