বরিশালের বানারীপাড়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্য বিশিষ্ট সন্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলা শাখার সভাপতি মো. শাহজাহান হাওলাদার সাক্ষরিত উল্লেখ করা হয় যে “আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে বানারীপাড়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সন্মেলন প্রস্তুত কমিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশক্রমে অনুমোদন করা হইলো”।
এছাড়াও আরও উল্লেখ করেন “প্রকাশ থাকে যে,
বরিশাল জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সন্মেলনের পরে বানারীপাড়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করবেন এবং তার অনুমোদন ছারা কোন কমিটি পাশ করা হইবে না”।
এছাড়াও জাতীয় শ্রমিক লীগের বানারীপাড়ার উপজেলার এই সন্মেলন প্রস্তুত কমিটিি গত ২রা অক্টোবর অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আহবায়ক করা হয়েছে মো. শাহজাহান হাওলাদারকে কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক মো. ফিরোজ হাওলাদার, শ্যামল সিকদার, মো. খলিলুর রহমান বালী, সুলতান হোসেন মীর ও মো. হাবিবুর রহমান, সদস্য সচিব মো. আবুল কালাম।
সদস্য মো. শাহেব আলী মোল্লা, হারিছ ডাকুয়া, ইউসুব সরদার, আনোয়ার হোসেন হাওলাদার, হারুন অর রশিদ, মনির খলিফা, রেজাউল হাওলাদার, রহমান সুকা, শাহজাহান ভান্ডারী, দেলোয়ার হোসেন, অমল মণ্ডল, ছালাম বাহাদুর, জামাল হোসেন বেপারী ও মনমথ হালদার।
উল্লেখ্য বানারীপাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মো.শাহজাহান হাওলাদার ও সাধারন সম্পাদক মো.সুলতান হোসেন মীর।
Leave a Reply