December 21, 2024, 4:15 pm
এস এম সাইফুল ইসলাম কবির: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শরণখোলা উপজেলা ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে রায়েন্দা পাঁচ রাস্তা মোড়ে পথসভা করে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোঃ মনিরুজ্জামান, রায়েন্দা ইউনিয়ন পরিষদের মেম্বার জালাল আহমেদ রুমি, মাওলানা ইসমাইল হোসেন ও তাতীলীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।
বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন। #