December 26, 2024, 12:58 pm
স্টাফ রিপোর্টারঃ মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁর পোরশায় রাতের বেলা আঞ্চলিক মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে ডাকাতি করে আসছিল একদল ডাকাত ।
প্রথমে স্থানীয়দের ধাওয়াই এক ডাকাত আটক হয় এবং পরে তার দেওয়া তথ্য মতে পুলিশ আরো ৪ ডাকাত সদস্যকে আটক করে।
আটকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি(পত্তনডাংগা) গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সায়েদ আলী(২৬), গোমস্তাপুর উপজেলার দুবইল(ঘোলাদিঘি) গ্রামের আজিবুর আলীর ছেলে তাজেল আলী (২১), শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মৃত আস্তমিয়ার ছেলে সাইফুল ইসলাম(২৬), গোমস্তাপুর উপজেলার সুখানদিঘি(কান্দুপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম(৪৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে হাসান আলী(২০)।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে পোরশা- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পোরশা উপজেলার মোশানতলা মোড় নামক স্থানে প্রায় ১৫জনের একদল ডাকাত সদস্য ডাকাতি করছিল।
এসময় সাপাহার উপজেলা থেকে আসা একটি ট্রাক সেখানে আসলে ডাকাত দল ট্রাকের সামনে একটি ককটেল বিস্ফোরণ করে ।
এতে ট্রাকের ক্ষয়ক্ষতি হয়। ককটেল বিস্ফোরণে আহত হন ট্রাকে থাকা দুইজন ব্যক্তি।
আহত অবস্থায় রাতেই স্থানীয়রা তাদেরকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ককটেল বিস্ফোরনে এবং ট্রাকের লোকজনের চিৎকারে তৎক্ষণাৎ এলাকার লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে।
ডাকাত দলের অন্যান্য সদস্যরা সকলে পালিয়ে গেলেও একজনকে আটক করে স্থানীয়রা। রাতেই ওই ডাকাত সদস্যকে স্থানীয়রা পোরশা থানা পুলিশের হাতে সপর্দ করায়। আটককৃত ওই ডাকাত দলের সদস্যের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার অপর চার ডাকাত সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকা থেকে আটক করে পোরশা থানা পুলিশ।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান ডাকাতির ঘটনায় পোরশা থানায় একটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার আটকৃত পাঁচ ডাকাত সদস্যকে জেল হাজতে পাঠানো হয়েছে।