নেতাকর্মীদের নিয়ে অন্তর হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার’ দেখলেন আ’লীগ নেত্রী সালমা

ষ্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিকটি দেখেছেন ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম সালমা। ফুলবাড়িয়া
উপজেলার অন্তর সিনেমা প্রেক্ষাগৃহে বুধবার (১৮ অক্টোবর) বিকালে ২,৩০টা থেকে রাত সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শন হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সুধীজনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

ছবিটি দেখা শেষ হল থেকে বেরিয়ে মিডিয়াকর্মীদের কাছে নিজের অনুভূতি তুলে ধরেন ৯০এর গণ আন্দোলনে রাজপথে থাকা সাবেক ছাত্রনেতা সালমা। তিনি বলেন ‘পাকিস্তানের শুরু থেকে বাংলাদেশের অভ্যুদয়-প্রত্যেকটি সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর জীবন ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সবই তার নেতৃত্বে হয়েছে।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে নিজের আরাম আয়েশ ত্যাগ করেছেন- তা ফুটে উঠেছে এই সিনেমাতে। এই সিনেমায় তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। তার জীবন,তার নাম-সবই বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত।

ফুলবাড়িয়া উপজেলার তরুণ জনপ্রিয় নেত্রী সালমা আরও বলেন, ‘এই ছবির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি- বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা কতটা সাহসী ভূমিকা রেখেছেন। তারা কীভাবে অনুপ্রেরণা দিয়ে বঙ্গবন্ধুর সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন, তা স্পষ্ট। বঙ্গবন্ধু বাংলাদেশের মাটি,বাংলাদেশের মানুষ ও দেশের মানুষের অধিকার আদায়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা,
তৎকালীন সাড়ে সাত কোটি মানুষের মুক্তি এসেছে।’

পৃথিবীর বুকে ঠাঁই পেয়েছে বা্ংলাদেশের একটি পতাকা। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে সেলিনা বেগম সালমা বলেন ‘বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও ধারণ করতে হবে। সেই ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা- সেটি এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্ম, যারা দেশকে নেতৃত্ব দেবে- তাদের কাজে লাগবে। ওই প্রজন্মই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়বে এবং এই সিনেমাটি তাদের জন্য অনুপ্রেরণার।’

সিনেমা শেষে বেরিয়ে তিনি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ছবি তোলেন।

তরুণ প্রেক্ষাগৃহে এই মুভি দেখার সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *