এমপি ফারুক চৌধুরীকে জড়িয়ে ফের অপপ্রচার

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভা নিয়ে এমপি ফারুক চৌধুরীকে জড়িয়ে ফের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে, এই বলে যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষক-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করেছেন এমপি ফারুক চৌধুরী। যা সম্পুর্ন মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যে প্রণোদিত। অথচ এটা কোনো রাজনৈতিক সভা নয়, সভায় কেউ রাজনৈতিক বক্তব্যও রাখেনি, পুরো আয়োজন জুড়েই ছিল শিক্ষার মানোন্নয়নে করনীয় বিষয়ে বিস্তর আলোচনা। এদিন শিক্ষা প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়।
প্রকৃত ঘটনা হচ্ছে প্রতিবছরের মতো এবারো শিক্ষক দিবস উপলক্ষে
উপজেলা মাধ্যমিক বিদ্যালয়-মাদরাসা ও কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় সাংসদ ফারুক চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। তিনি প্রধান অতিথি হিসেবে শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
অথচ এমন সাধারণ ও স্বাভাবিক ঘটনায় এমপিকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়ানোর হেতু কি ? এদিকে এমপিকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর খবরে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, জনমনে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে, বিরাজ করছে বিস্ফোরণ মুখ পরিস্থিতি বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও সরনজাই দাখিল মাদরাসা সুপার মাওঃ সিরাজুল ইসলাম বলেন, এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা ছিল শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা। তিনি বলেন, তারা এমপি মহোদয়কে আমন্ত্রণ করেছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তাদের অনুষ্ঠানে যোগদান করায় তার কাছে তারা কৃতজ্ঞ।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *