আগৈলঝাড়ার চেংঙ্গুটিয়া মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

প্রধানমন্ত্রী ঘোষিত গাজা ও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় শোক শোক পালনের অংশ হিসেবে আজ ২০ই অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শেষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়াতে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ১ নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ।

মোনাজাত পরিচালনা করেন চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ খলিলুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *