ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের পার্শবর্তী ধনবাড়ী উপজেলার ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ফজলুল হককে অশ্রুসিক্ত চোখে বিদায় দিলেন তাঁর সহকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজ রুমে অনুষ্ঠিত সভায় অত্র কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎসায়ী সদস্য অত্র কলেজ ও ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, কলেজ প্রতিষ্ঠাতা ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন, সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক,সাংবাদিক,এবং সকল কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন অত্র কলেজের অধ্যাপক মুহাম্মদ আবু সাইদ। অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষ ভাবগাম্ভীর্যপুর্ণ পরিবেশে অশ্রুসিক্ত চোখে বিদায়ী মো.ফজলুল হককে এক লক্ষ টাকার চেক প্রদান সহ সকল শিক্ষকগন তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *