December 30, 2024, 5:41 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ৭ লিটার চোলাই মদ সহ
বিজয় (৩০) ও বাপ্পি (২৯) নামে২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার
বড়বগী ইউনিয়নের মালিপাড়া ফারুকের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক কৃত বিজয় বরগুনা সদর উপজেলার কড়ইতলা এলাকার মৃত ফটিক চক্রবর্তীর ছেলে এছাড়া অন্য জন হলেন একই এলাকার দিলীপ চন্দ্রকার পুত্র।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে,
পুলিশের একটি টিম জানতে পারে লাউপাড়া থেকে
যাত্রীবেশে ৭লিটার চোলাই মদ নিয়ে বরগুনা যাচ্ছে দুই যুবক। পূর্ব থেকে ওত পেতে থাকা এস আই মাহাতাব
সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের তল্লাশি করে এ সময় তাদের সাথে থাকা ৭ লিটার দেশীয় চোলাই মদ সহ তাদের আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম খান জানান বলেন, ৭ লিটার দেশীয় চোলাই মদ সহ
দুজনকে আটক করে পুলিশ। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করবে।মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি