December 22, 2024, 6:13 am
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নোয়ারাই ফিডারের আওতা ভুক্ত দোয়ারা-মহব্বতপু পিডিপির,কভার বিহীন বিদ্যুতের ঝুলন্ত ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দোয়ারাবাজার বোগলা সড়কের মামনপুর মসজিদ সংলগ্ন মেইন সড়কে।
বুধবার (১৮ অক্টোবর) রাত ৩ টার সময়
বিশ্বম্ভপুর উপজেলা থেকে ট্রাক যোগে ধান কাটার হার্ভেষ্টার মেশিন নিয়ে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে যাওয়ার পথে মামবপুর মসজিদ সংলগ্ন মেইন সড়কে পিডিপির ঝুলন্ত বিদ্যুৎ লাইনে লেগে ধানকাটার মেশিনের ড্রাইবার মেহেদী হাসানের মৃত্যু হয়। সে বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিন্ধুয়ার গ্রামের রশিদ আলীর পুত্র মেহেদী হাসান (2০)।
স্থানীয়দের অভিযোগ প্রতিদিন পিডিপির বিদ্যুৎতের খোলা তারের কারণে গ্রাহক ও সাধারণ মানুষ দূর্ঘটনার স্বীকার হন। কতৃপক্ষের
উদাসীনতা ও অনিয়ম দূর্নীতির কারণে বিদ্যুৎ লাইনে কভার তার লাগানো হচ্ছে না। এছাড়াও বিশেষ সূত্রে জানা যায়, সরকার বিদ্যুৎতের লাইন সংস্কারের জন্য ইতিমধ্যে সিলেট অঞ্চলে ১৯শত কোটি টাকার প্রকল্প বরাদ্দ করলেও নোয়ারাই ফিডারের আওতা ভুক্ত দোয়ারাবাজার মহব্বতপুর এলাকায় বিদ্যুৎ লাইনের সংস্কার বা বিদ্যুৎ লাইনে কভার তারের কোন উন্নয়ন কাজ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাহক গণ জানান বিদ্যুৎ অফিসে কর্মরত কিছু সংখ্যক অসাধু লোক মোটা অংকের ঘোষ না দিলে বিদ্যুৎ লাইনের সংস্কারের কোন কাজ করে না।
মৃত মেহেদী হাসানের ভাবি তানজিনা বলেন, মেহেদী পরিশ্রম করে বিভিন্ন কাজকর্ম করে পরিবারকে বাচিয়ে রাখছে। বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণে আজ আমাদের মেহেদীর মৃত্যু হয়েছে। আমি সরকার ও বিদ্যুৎ বিভাগ থেকে ক্ষতি গ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবি জানাচ্ছি।
নোয়ারাই ফিটারের সহকারী প্রকৌশলী ইনচার্জ মাহমুদুল হাসানকে বিদ্যুৎতের খোলা ঝুঁকি পূর্ণ ও ঝুলন্ত লাইন ও মৃত্যুর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব বিষয়ে আমার জানা নেই। আর লাইনে কভার তার ও লাগানোর কথা নয়। এবিষয়ে বিস্তারিত জেনে আপনাকে পরে জানাবো। 01712147166
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.বদরুল হাসানের নিকট বিদ্যুৎতে মৃত ব্যাক্তি বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, গত রাতে মহব্বতপুরের মামনপুর মসজিদের পাশে বোগলা দোয়ারাবাজার সড়কে পিডিপির বিদ্যুৎ লাইনে লেগে বিশ্বম্ভপুর উপজেলা থেকে আসা একজনের মৃত্যু ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।