দুর্গাপূজা উপলক্ষে ডিউটি পালনকারীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ
মযমনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজারীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে
ডিউটি পালনকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কোতোয়ালী সদর থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে পূজায় ডিওটি পালনকারীআনসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ সভাপতিত্বে উক্ত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।

পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে কোতোয়ালী থানা পুলিশ। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সন্দেহবান ব্যাক্তি দেখলে প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হানুল ইসলাম সকল ফাড়ীর ইনচার্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *