ছওয়াবের উদ্যোগে ডিমলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
ছওয়াবের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলায় সুবিধাবঞ্চিত ও ছানী রোগিদের জন্য ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
ছওয়াবের উদ্যোগে ইসলামিক এইডের অর্থায়নে মরিয়ম চক্ষু হাসপাতাল সরাসরি তত্ত্বাবধানে ডিমলার ছানী রোগিদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অপারেশন যোগ্য ছানী রোগীদের হাসপাতালের নিজস্ব গাড়ীতে সৈয়দপুর নিয়ে এসে অপারেশন ও লেন্স লাগানো এবং চশমা, ঔষধ সহ যাবতীয় সকল কিছু ফ্রিতে প্রদান করা হয়।
ছওয়াবের হেড অফ প্রোগ্রাম লোকমান হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ছানী অপারেশন প্রোগ্রাম উপস্থিত ছিলেন ছওয়াবের এসিস্ট্যান্ট কোর্ডিনেটর খোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, মরিয়ম হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসাইন ও হাসপাতালের কর্মকতাবৃন্ধ, ছওয়াবের ভলেন্টিয়ার আব্দুস জব্বার,
কামরুজ্জামান কামরুল উদয় সরকার, আব্দুর রশিদ, ডিমলা উপজালার স্কাউট টিম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছওয়াব সারা বাংলাদেশে আর্তমানতার সেবায় কাজ করে। উক্ত প্রোগ্রামের আওতায় ডিমলা, ডোমার ও জলঢাকার ২০০ রোগীদের ছানী অপারেশন সম্পূর্ণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *