সংসদীয় আসন বরগুনা-২ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাবির হোসেনের মতবিনিময়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী এড.জাবির হোসেন পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জাবির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নানা প্রশ্নের জবাব দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এড্যভোকেট নাজমুন নাহার রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন খান, অমল তালুকদার, ইমরান হোসেন প্রমুখ ।

তিনি এর আগেও বরগুনা-২ আসন থেকে আ.লীগের মনোনয়ন চেয়েছিলেন। মি: জাবির পাথরঘাটা, বামনা ও বেতাগীর তৃনমুল নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

জাবির হোসেনের পাথরঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর একান্ত সহচর মরহুম হাজী আব্দুল মজিদ মিয়ার ছেলে।

জাবির হোসেন জানান, আমি ২০১৮ সালের সংসদ নির্বাচনে ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তখন আমাকে বঞ্চিত করে যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করেছি। তাই আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিধায় আমার স্থান থেকে আমি এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো জানান, আমি এই আসন থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরকে আধুনিকায়নসহ ইলিশ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়াও বরগুনাকে একটি পর্যটন জোন হিসেবে গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো।অনুষ্ঠানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ এবং সাধারণ সম্পাদক আমিন সোহেল সহ অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং তার সমাধানে তিনি মনোনয়ন না পেলেও কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

অমল তালুকদার ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *