মধুপুরে আওয়ামী লীগের উদ‍্যেগে শেখ রাসেল’র ৬০ তম জন্মদিবস উদযাপন

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের উদ‍্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা উৎসব উদযাপন করেছে সর্বস্তরের নেতৃবৃন্দ।
মধুপুর থানার মোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবুর বাস ভবনের সামনে ১৮ অক্টোবর বুধবার সন্ধায় জাতীয় শিশু দিবস ও শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য তুলে ধরে আলোচনা ও কেক কাটা উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.ছরোয়ার আলম খান আবু, আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফ, কুড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহাম্মদ আলী, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী তালুকদার, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দুলাল তালুকদার, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুরবান আলী বিএসসি, আওয়ামী লীগ নেতা আব্দুল বাছেদ প্রমুখ। এসময় যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু রাসেল এর স্মৃতি কে আজীবন স্মরণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *