December 30, 2024, 5:31 pm
আজিজুল ইসলাম: বেনাপোলে ইজিবাইক চালক হত্যার ১২ ঘন্টার ভেতর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে ঐ দিন রাতেই তাদের আটক করা হয়।
বুধবার সকালে বেনাপোলের একটি বিলের ভেতর থেকে পুলিশ গলাকাটা অবস্থায় সজিব হোসেন নামে ১৯ বছরের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে। হত্যার ১২ ঘন্টার মাথায় রহস্য উদঘাটন করে গোয়েন্দা পুলিশ। হত্যা মিশনে জড়িত ২ জন সহ মোট ৪ জনকে আটক করে ও ইজিবাইকটি পুলিশ উদ্ধার করে।
হত্যা ঘটনায় পুরিশ,বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে শমীম হোসেন(২০),বড়আঁচড়া গ্রামের সওদাগর আলীর ছেলে আশরাফুল আলম রাব্বী (১৯), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজম হোসেন(২০),এবং শার্শা উপজেলার রাড়ি পুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির(৩০) কে আটক করে।
এদের মধ্যে আসামী শামীম ও রাব্বী, সজিব হত্যা মিশনে সরাসরি জড়িত ছিলো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মাদকদ্রব্য কেনা বেচা নিয়ে দ্বন্ধের জের ধরে সজিবকে চাকু দিয়ে জবাই করে হত্যা করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করেন। এবং ১২ ঘন্টার মাথায় হত্যা ঘটনার সাথে জড়িত আসামী শামীম ও রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে রক্তমাখা চাকুসহ হাতে নাতে আটক করে। এবং তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রিতে সহযোগীতা করার কাজে জড়িত থাকার অভিযোগে বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে আজম ও জাহাঙ্গীরকে ইজিবাইক সহ আটক করে। আসামিদের জেল হাতে পাঠানো হয়েছে।