December 30, 2024, 4:06 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রুত লাল কুন্ডু, প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, শিক্ষক কাওছার হোসেন প্রমূখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।