December 22, 2024, 6:16 am
এমএ আলিম রিপন,সুজানগরঃ ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ১৮ অক্টোবর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন সকালে বের হওয়া র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার, পৌর কাউন্সিলর পাশু সরদার, জাকির হোসেন ও মুশফিকুর রহমান প্রমুখ। সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ,সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম রেজা বলেন, শেখ রাসেল তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে এ আয়োজন । আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।