December 21, 2024, 2:21 pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মোজাম্মেল হক।
রাষ্ট্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সম্প্রচার করা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।