December 22, 2024, 6:29 am
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় মডেল থানা কম্পাউন্ডে ওসি মোঃ জাফর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল , অতিরিক্ত দায়িত্বে উজিরপুর সার্কেল ) মোঃ ফরহাদ সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহ- সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল , সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি ,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল। আরো বক্তৃতা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় ,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস , বি এন খাঁন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায় , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার , শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, গুঠিয়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার , মন্দির কমিটির সভাপতি রনজিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ। সভায় প্রধান অতিথি বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি সুন্দর ভাবে পালন করতে আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকবেন। পুলিশের পাশাপাশি আনসার বাহিনী এবং স্হানীয় সেচ্ছাসেবী সংগঠন , রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছেন ।