December 22, 2024, 6:27 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী বাজরে বিভিন্ন ২ দফা অভিযান চালিয়ে ভেজাল, পঁচা মালামাল, পুন্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কয়েকজন দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার দুপুরে মহিশালবাড়ী বাজারে মুদির দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুদ গ্রালীর নেতৃত্বে অভিযান চালিয়ে মুদি দোকানদার কালুকে মেয়াদ উত্তীর্ণ মুড়ি রাখার জন্য ৬ হাজার টাকা, ভেজাল, একই অভিযোগে মুদি দোকানদার বাবুকে সাড়ে ৩ টাকা, পাঁচা পুন্য বিক্রির অভিযোগে আব্দুল্লাহকে সাড়ে ৩ হাজার টাকা, তার ভাই মুদিখানার দোকানদার সোয়েবকে ২ হাজার টাকা জরিমান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম তার ফেসবুক ভেরিভাই পেজে ৪ টি ছবি দিয়ে লিখেছেন, আজ ১৬/১০/২০২৩ ইং তারিখ সাড়ে বিকেল ৫ টার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন মহিশালবাড়ী এলাকায় জনাব মোঃ জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোদাগাড়ী, রাজশাহী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ।
অভিযান পরিচালনা কালে একটি দোকানে ১২ (বার) প্যাকেট মেয়াদোত্তীর্ণ টেস্টি স্যালাইন এবং নষ্ট ও ময়লাযুক্ত গুড় জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ টেস্টি স্যালাইন এবং নষ্ট ও ময়লাযুক্ত গুড় রাখার অপরাধে অভিযুক্ত জনাব মোঃ মফিজুল ইসলাম, পিতাঃ মৃত. ইয়াসিন, মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহীকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২০০০/- (দুই হাজার) টাকা অর্থ দন্ড করা হয়
তিনি আরও লিখেছেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
২ অভিযান পরিচালনার সময় ফার্মেসী, মুদিদোকানদার, কাপড়ের দোকানদার তেল মেল মালিকগণ দ্রুত দোকানে তালা লাগিয়ে পালিয়ে যান। অভিযানের সংবাদ পৌঁছা মাত্রই রেলওয়ে বাজার, হাটপাড়া, গোদাগাড়ী, সুলতানগঞ্জ, রেলগেট, বাইপাস, সিএন্ডবি এলাকার চিত্র একই। দোকান মালিকগণ জরিমানার ভয়ে ৩/৪ ঘন্টা দোকানে তালা লাগিয়ে পালিয়ে থাকেন।
এতে করে আজকে তাদের আধাবেলা দোকান বন্ধ থাকার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এক দোকানদারকে বলতে দেখা যায় আওয়ামীলীগ, পুলিশলীগের পর নতুন যুক্ত হয়েছে ভোক্তা অধিকার লীগ। এদের কারনে ব্যবসা বন্ধ করে দিতে হবে। লাখ লাখ টাকা বাকী খেয়ে টাকা চাইতে গেলে হুমর্কীদেন কিভাবে ব্যবসা করবো।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।