মালদ্বীপে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- শনিবার( ১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় মালদ্বীপের রাজধানী মালে সুস্বাদু খাবার নামের একটি হোটেলে  এই দোয়া ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর  সঞ্চালনায়, দোয়া ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। মালদ্বীপ বিএনপি’র সভাপতি মো. খলিলুর রহমান।
তিনবারের  সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার  জন্য  দাবি জানিয়েছে মালদ্বীপ বিএনপির সভাপতি।অন্যথায় যে কোনো দুর্ঘটনার জন্য সরকারকে সম্পূর্ণ দায়দায়িত্ব নিতে হবে। নিশি রাতের ভোট চোর সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার প্রতি অমানবিক নিষ্ঠুর আচরনে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, মালদ্বীপ বিএনপির সহ সভাপতি, আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজি,ক্রিয়া সম্পাদক, মামুন মিয়া,মালদ্বীপ বিএনপি সদস্য, মাহফুজুর রহমান।
প্রতিবাদ সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ফিলিস্তিন সহ  সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ।

প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপি’র সহ-সভাপতি  এরশাদ মোল্লা, আলমগীর মজুমদার,বিল্লাল হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোক,খাইরুল  আমিন, মোহাম্মদ  হালিম, জয়নাল আবেদীন, মোহাম্মদ আলি,পিয়াস হাসান, আব্দুল কাদের, আবুল কালাম, মনির হোসেন সহ, বিএনপি ও সহযোগী সংগঠন গুলো নেত্রীবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *