December 22, 2024, 5:05 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয়েছে । ১৫ অক্টোবর রবিবার বেলা ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উজিরপুর -বানারীপাড়া, বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু,উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল,হারতা ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উজিরপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বরুণ মিত্র, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরঙ্গ জেব,হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এ সময় বক্তরা বলেন ধর্ম যার যার , উৎসব সবার । হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল, বর্তমান সংসদ সদস্য মোঃশাহে আলমের তরফ থেকে২০০০ টাকা,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনার কাছ থেকে ২০০০ করে টাকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের তরফ থেকে ১ হাজার টাকা,উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ শিকদার বাচ্চু এর তরফ থেকে এক হাজার টাকা ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের তরফ থেকে ১০০০ করে টাকা। মোট ১১৬ টি মন্দিরে এ অনুদান প্রদান করা হয়। এ সময় অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন উপজেলার ১১৬ টি মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ।