সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এম এ আলিম রিপন,সুজানগর ঃ অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগসহনশীল ভবিষ্যৎ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপাতি সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা । আলোচনাসভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশে সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ সহ বিভিন্ন দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *