December 21, 2024, 4:12 pm
বি এম মনির হোসেনঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়ের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুলীর কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক মোঃ শহিদ তালুকদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল,
উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ ৫ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী গন। আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে মিসে এক সাথে কাজ করে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।