সুজানগরের ৬১পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ৬১টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপের জন্য নগদ ৫ হাজার টাকা করে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট এ টাকা প্রদান করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাংগঠনিক সম্পাদক বিজন কুমার পাল,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ,সুন্দর ও শান্তিপুর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *