শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন- ফারুক চৌধুরী এমপি

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জানে কিভাবে দলকে সুসংগঠিত করতে হয়। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজন কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এমপি ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আজকের পৌর আওয়ামী লীগের কর্মীসভা দেখে মনে হয়েছে পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন আগের চাইতে অনেক বেশী শক্তিশালী।

আমি আমার ২৩ বছরের রাজনীতি জীবনে এমন সফল কর্মীসভা পৌর আওয়ামী লীগকে করতে দেখিনি। আশা করি উপজেলা আওয়ামী লীগসহ সকল সংগঠন এমনি ভাবে শক্তিশালী হয়ে এগিয়ে যাবে এবং আগামী সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবে।
ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষা ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি টাকার উপবৃত্তি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। শুধু গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে
৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়।

আগামীদিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগেকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসা।

পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএম শাহীন, পৌর যুবলীগের সভাপতি আব্দুল জাব্বার, সাধারণ সম্পাদক আন্দুল্লাহ আল মামুনসহ সকল অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে প্রধান অতিথি পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে থেকে সাংগঠনিক কার্যক্রমের বক্তৃতা শোনেন।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *