ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওলাম পরিষদ, গোপালগঞ্জ ও তৌহিদি জনতার ব্যানার এ কর্মসূচী পালন করা হয়।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লীরা একত্রিত হয়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানববন্ধনকারীরা হামলা বন্ধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে। এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারন মুসল্লীরা অংশ নেন।

এসময় বক্তারা, ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানিয়ে, ফিলিস্তিনে অর্থিক ও খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য সরকারে কাছে দাবী জানায়। এছাড়া ইসরায়েলী পন্য বর্জনের দাবী জানানো হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাও একই দবীতে মামববন্ধন অনুষ্ঠিত হয়েছে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *