পাইকগাছার ১৫৫ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পাইকগাছার ১৫৫ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি মন্দিরের অনুকূলে ৫’শ কেজি করে ১৫৫ টি মন্দিরের অনুকূলে মোট ৭৭.৫০০ মেট্রিক টন চাল প্রদান করা হয়।
বুধবার বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু’র নিকট সরকারি বরাদ্দকৃত অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
উল্লেখ্য এবছর উপজেলার ১৫৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃংখলা সংক্রান্ত সভা করে দুর্গোৎসব উদযাপন এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *